সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার যিনি একক ও অদ্বিতীয়। সালাত ও সালাম জাতির মুক্তির দূত উম্মতের কান্ডারী নবী মুহাম্মদুর রাসুলুল্লাহ (সাঃ) এর উপর। এ মহাকাশ, মহাশূন্য ও পৃথিবীতে নতুন নতুন আবিষ্কারের জনক মুসলিম, অমুসলিম নভোচারী ও বিজ্ঞানীসহ পৃথিবীবাসীর কাছে আল-কুরআন এক মহা আবিষ্কার ও সর্বশ্রেষ্ঠ রত্ন ভাণ্ডার হিসেবে স্বীকৃত।
আমাদের দেশে এই কুরআনুল কারীম হিফজের সাথে সাধারণ শিক্ষার তেমন কোন সমন্বয় নেই। অথচ এমন অনেক অভিভাবক রয়েছেন যারা আপনাদের সন্তানকে এক সাথে হাফেজ ও উচ্চ শিক্ষিত হিসেবে তৈরী করার ইচ্ছা পোষণ করেন। কিন্তু নানা কারণে তা ব্যর্থ হয়ে যায়। কেননা প্রচলিত পদ্ধতিতে পরিচালিত প্রতিষ্ঠানগুলো যুগের চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে না। তাই এই বিষয়টি উপলব্ধি করে গতানুগতিক এ ধারার বিকল্প হিসেবে যুগের চাহিদা পূরণে সক্ষম হাফেজে কুরআন তৈরির উদ্দেশ্যে "ব্রাইট স্কলার" চালু করেছে আধুনিক হিফজুল কুরআন বিভাগ। অভিভাবক মণ্ডলীর দোয়া ও সার্বিক সহযোগিতা আমাদের পথ চলার পাথেয় হবে। শিক্ষার বৈপ্লবিক এধারাকে অগ্রগামী করার জন্য সকলের নিকট দোয়া কামনা করছি এবং মহান রাব্বুল আলামীনের নিকট তা বাস্তবায়ন করার ক্ষেত্রে সাহায্য চাই। আল্লাহ আমাদের নগন্য এ প্রয়াস কবুল করুন আমীন।